কথাশিল্পী ইলিয়াসের মানুষ ও রাজনীতি
প্রকাশিতঃ ২৯ জানুয়ারী, ২০১৬“জাগো কাতারে কাতারে গিরিরডাঙা কাত্লাহারে জোট বান্দো দেখো টেকে কয়টা দুশমন জোট বান্দো ভাঙো হাতের শিকল ঝনঝন শিকল মেলায় রৌদ্রে শিশির যেমন” —খোয়াবনামা রাজনীতিবিদ হোক বা না হোক, রাজনৈতিক দলের সঙ্গে কারো সংস্রব থাকুক বা না থাকুক, প্রত্যেক ব্যক্তিরই রাজনৈতিক বোধ আছে, রাজনৈতিক মতাদর্শিক অবস্থান আছে, স্পষ্ট কিংবা অস্পষ্ট। এ অবস্থান জড়াজড়ি করে থাকে মানুষ … বিস্তারিত