ভাষার যাত্রা ভাষার প্রাণ
প্রকাশিতঃ ২২ জানুয়ারী, ২০১৫বাংলাভাষা আজ যে পর্যন্ত এসেছে তার এই যাত্রা কখনোই মসৃণ ছিল না। শেকড় থেকে কাদামাটি মাখা মানুষের মাথা তুলে দাঁড়ানোর ক্রমাগত লড়াই এর মধ্যে বাংলাভাষা নিজের যাত্রাপথ খুঁজে পেয়েছে। এই ভাষার গায়ে দমন, অশ্রদ্ধা, ঘৃণা ও অপমানের অসংখ্য দাগ আছে। শুধু তাই নয়, বর্তমান পর্যায়ে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে রক্তের সাগর। কিন্তু সময় দাবি … বিস্তারিত