
সরকার ও মালিকপক্ষ কেউ কথা রাখেনি
প্রকাশিতঃ ২৩ এপ্রিল, ২০১৪এক বছর আগে রানা প্লাজার ভয়াবহ ধস ও হত্যাকাণ্ডের পূর্বমুহূর্ত পর্যন্ত আমাদের মধ্যে ছিল তাজরীনের ক্ষত। পুড়ে মৃত-অর্ধমৃত মানুষেরা অমানবিক জগতের চিহ্ন হিসেবে তখন তাড়া করছিল সবাইকে। দায়ী মালিকসহ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেই, ক্ষতিপূরণ সবার হাতে পৌঁছায়নি, অনেকের আর্তচিৎকার তখনো শুনতে হয়।এ অবস্থার মধ্যেই রানা প্লাজা ধসে আমাদের সবাইকে ধসিয়ে দিল। বিশ্বরেকর্ড করল বাংলাদেশ! কারণ, শিল্প-কারখানার … বিস্তারিত