
যে হরতাল ভবিষ্যত রক্ষার, যে হরতাল গণরায়ের
প্রকাশিতঃ ৩০ জুন, ২০১১৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালের প্রাক্কালে আমরা আজকের এই সমাবেশে মিলিত হয়েছি। গত ১৮ জুন হরতাল ঘোষণার পর থেকে ইতোমধ্যে আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন শেণীপেশার মানুষের সাথে যোগাযোগ করেছি। ৩ জুলাই সকালে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচী আছে, সকাল ১১-১২ টা কর্মবিরতি পালন করে ফেস্টুন-ব্যানার নিয়ে জনগণ রাস্তায় দাঁড়াবেন, প্রয়োজনে দাবীনামা বুকে লিখে জনগণ গণরায় প্রকাশ … বিস্তারিত