উচ্চ প্রযুক্তির সাম্রাজ্য বধ করার জন্য উচ্চ প্রযুক্তির মধ্যেই পাল্টা শক্তি গড়ে উঠছে। উইকিলিকসের মতো তৎপরতা সমপ্রসারণ করতে হবে।
প্রকাশিতঃ ২৬ ডিসেম্বর, ২০১০সাক্ষাৎকার নিয়েছেন: মেহেদী হাসান প্রশ্ন: উইকিলিকস ও তার প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের তথ্য ফাঁসের ঘটনাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আনু মুহাম্মদ: প্রযুক্তির বর্তমান স্তরে সাম্রাজ্যবাদী গোপনীয়তার দুর্গে যথোপযুক্ত হানা দেওয়ার একটি ধরন দেখিয়েছে উইকিলিকস। চক্রান্ত, গোপন ও প্রকাশ্য নেটওয়ার্ক এবং গোপন চুক্তি সমঝোতার মধ্য দিয়ে যে সাম্রাজ্যবাদী দানবীয় বিশ্বব্যবস্থা চলছে তাকে আরও উন্মোচন করার সম্ভাবনাকেও তা মানুষের … বিস্তারিত