[২৮ জুলাই ২০১৬ সুন্দরবন রক্ষা ও রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিতের দাবীতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে ৩০ জুলাই ২০১৬ জাতীয় কমিটির বিক্ষোভ সমাবেশে সদস্য সচিব আনু মুহাম্মদের বক্তব্য। অনুলিখন: ইউনা ইসলাম]আপনারা জানেন আমাদের কর্মসূচী ছিল ২৮শে জুলাই, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল। এবং প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি প্রদান। সারা দেশের মানুষের যে কণ্ঠ, মানুষের যে মত, দেশ-বিদেশের সকল বিশেষজ্ঞদের মত, বিভিন্ন দেশের অভিজ্ঞতার সার-সংক্ষেপ করে- সরকারের পক্ষ থেকে রামপাল…বিস্তারিত
আজকে যখন আমরা এই সমাবেশ করছি এর মধ্যে কয়েক দফা সরকার তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। সরকার সবসময়ই যুক্তি দেয় যে গ্যাসের দাম, তেলের দাম, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে এই কারণে যে অনেক টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বলা হয়, যেহেতু এই ভর্তুকি জনগণের টাকা থেকে দিতে হচ্ছে, সেহেতু এগুলোর দাম বাড়িয়ে ভর্তুকি কমালে সেটা জনগণেরই লাভ। এর চেয়ে বড় তথ্য বিকৃতি কিংবা মিথ্যাচার আর হতে পারেনা।…বিস্তারিত
সরকারের টাকা কার টাকা? জনগণের টাকা কার প্রাপ্য? জনগণের সম্পদ কার দখলে?আজকে ফেসবুকে একজনের স্ট্যাটাসে দেখলাম সে লিখেছে ‘যারা অপরাধী তারা নিরাপদে বসবাস করছে, আর যারা নিরাপরাধ তাদের নিরাপত্তা হুমকির মুখে’। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতির একেবারে সার কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়েও আজকে এই পরিস্থিতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের যে বিষয় তা শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয় নয়। এটা সারা বাংলাদেশের মানুষের বিষয়, কারণ মূল বিষয়টা হল বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের…বিস্তারিত
৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালের প্রাক্কালে আমরা আজকের এই সমাবেশে মিলিত হয়েছি। গত ১৮ জুন হরতাল ঘোষণার পর থেকে ইতোমধ্যে আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন শেণীপেশার মানুষের সাথে যোগাযোগ করেছি। ৩ জুলাই সকালে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচী আছে, সকাল ১১-১২ টা কর্মবিরতি পালন করে ফেস্টুন-ব্যানার নিয়ে জনগণ রাস্তায় দাঁড়াবেন, প্রয়োজনে দাবীনামা বুকে লিখে জনগণ গণরায় প্রকাশ করবেন। এই গণরায় প্রকাশের মধ্য দিয়ে জনগণ জানাবেন এই জাতীয় সম্পদ লুন্ঠনের তৎপরতা জনগণ মেনে…বিস্তারিত
Footer 1
Anu Muhammad Professor of Economics Jahangirnagar University