পুঁজিবাদ বিকাশের ‘বাংলাদেশ মডেল’
প্রকাশিতঃ ১৮ নভেম্বর, ২০২১গত পাঁচ দশকে বাংলাদেশে পুঁজিবাদের বিকাশ ঘটেছে সর্বক্ষেত্রে। গত দু’দশকে এর বিকাশ মাত্রা দ্রুততর হয়েছে, সন্দেহ নেই। বাংলাদেশ এখন অনেক বেশি বিশ্ব অর্থনীতির সঙ্গে অঙ্গীভূত, বিশ্বায়িত; অনেক বেশি বাজারিকৃত। পুঁজির আধিপত্য অর্থাৎ মুনাফা ও বাজারকে লক্ষ্য করে উৎপাদনসহ নানা অর্থনৈতিক তৎপরতা আগের যে কোনো সময়ের চাইতে বেশি। এই ধারায় গত কয় দশকে জাতীয় আয়, খাদ্য, … বিস্তারিত