কেন কর দেব
প্রকাশিতঃ ২৬ জুন, ২০১৯সম্প্রতি ঢাকার জুরাইনসহ বিভিন্ন এলাকার মানুষ বিশুদ্ধ পানি পাওয়ার আন্দোলনে দাবি তুলেছেন- ‘বিষের বদলে পানি চাই, বিষের জন্য বিল নাই।’ তারা তথ্যপ্রমাণ দিয়ে দেখিয়েছেন ওয়াসার পানি কী মাত্রায় বিষাক্ত এবং তার জন্য মানুষের দৈনন্দিন জীবন কীভাবে বিপর্যস্ত হচ্ছে, অসুখ-বিসুখ বাড়ছে, জীবন বিপন্ন হচ্ছে। বস্তুত এটা শুধু জুরাইনের নয়; ঢাকার প্রায় সব অঞ্চলেই পানি অনিরাপদ। অথচ … বিস্তারিত