সমস্যা কি দুই নেত্রী নিয়ে?
প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর, ২০১৩হরতাল, অবরোধ, বোমা, আগুন, গুলি, ক্রসফায়ার, গাছকাটা, সম্পদ ধক্ষংস, অচলাবস্থা, নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তার মধ্যে মানুষ আরও ডুবছে, ডুবতে যাচ্ছে দেশ। এর মধ্যে ১৯৮৮ ও ১৯৯৬ এর রেকর্ড ছাড়িয়ে নির্বাচন নামের আরেকটি মহাপ্রহসন জোরকদমে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেড় শতাধিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত! এর মধ্যে হত্যা, চাঁদাবাজী, দখল, লুন্ঠনের দায়ে অভিযুক্ত অনেকেই আছে। এই অনির্বাচিতরাই এখন ‘নতুন’ … বিস্তারিত