লুটেরাদের জন্য সমস্যা নয়, আশীর্বাদ
প্রকাশিতঃ ১০ এপ্রিল, ২০১৩দেশে যে এতো সহিংসতা আর অনিশ্চয়তা, তাতে দেশের সকল পর্যায়ের মানুষের জীবন বিপন্ন হলেও দেশি বিদেশি লুটেরা দখলদারদের এতে কোনো সমস্যা হচ্ছে না। বরং অনেকক্ষেত্রে মনোযোগ সরে যাওয়ায় তাদের সুবিধাই হচ্ছে। অনেকের জন্য এই অনিশ্চিত সময় আশির্বাদ! সেজন্য দেখছি, দেশের হুলস্থুল অবস্থার মধ্যে দীর্ঘমেয়াদী ক্ষতি করে নানা চুক্তি স্বাক্ষরের কাজ ঠিকই চলছে। আর এগুলোতে ‘বিরোধী’ … বিস্তারিত