হুগো শ্যাভেজের সাথে ভেনেজুয়েলার গল্প

IMG 20210201 181226 2প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ২০২০
প্রকাশক: সংহতি প্রকাশনী

“শ্যাভেজের আলোচনায় আমরা মানুষের মুক্তির কোনো রেডিমেড ফর্মুলার কথা শুনিনি, কোনো ফর্মুলার প্রতি আগ্রহও দেখিনি। বরং তিনি ক্রমাগত ‘হয়ে ওঠার’ কথাই বলতে থাকলেন।”শ্যাভেজের আলোচনায় আমরা মানুষের মুক্তির কোনো রেডিমেড ফর্মুলার কথা শুনিনি, কোনো ফর্মুলার প্রতি আগ্রহও দেখিনি। বরং তিনি ক্রমাগত ‘হয়ে ওঠার’ কথাই বলতে থাকলেন।
তিনি বললেন,মার্কসবাদ আমরা আত্মস্থ করেছি আমাদের অঞ্চলের সংস্কৃতিতে বেড়ে ওঠা মুক্তির চেতনার সাথে, সেখানে তাই একইভাবে আছেন বলিভার, আছেন মিরান্ডা। আমাদের প্রেরণা বলিভারিয়ান মুক্তির আদর্শ থেকে, আমাদের উপলব্ধি শেকড় থেকে।’সাথে এটাও বললেন, ‘আমরা এখনো শিখছি, শিখতে শিখতেই কাজ করছি।’ এই শিক্ষা প্রক্রিয়ায় কিউবা সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছে সন্দেহ নেই।”