প্রকাশকঃ সন্দেশ প্রকাশনী
১৯৮০ থেকে ২০০০ পর্যন্ত সময়কালকে দুটো পর্বে ভাগ করা হয়েছে এই গ্রন্থে। প্রথম পর্বে বাংলাদেশ রাষ্ট্র সরাসরি সামরিক শাসকদের দ্বারাই পরিচালিত হয়েছে। এই পর্বে বেশিরভাগ জুড়ে সামরিক শাসনবিরোধী আন্দোলন, শেষভাগে এসে এরশাদ সরকারের পতন। দ্বিতীয় পর্বে ‘তত্ত্বাবধায়ক সরকার’, তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে পর পর দুটি দলের নেতৃত্বাধীন সংসদীয় পদ্ধতির সরকারের শাসনকালে দেশ।
সূচিপত্র :
প্রথম পর্ব : ১৯৮০-১৯৯০
বিদেশী প্রভুর লেজ এবং পেট্রোডলার
প্রেসিডেন্ট কাদের কথা বলছেন?
ভূমিহীনের সংগঠন এবং কাঠামো পরিবর্তন
জিয়াউর রহমানের নিরীহ রাজনীতি
ছাত্রসমাজ, ছাত্র-আন্দোলন এবং বিপ্লবী রাজনীতি
সামরিক জান্তার কৌশল ও লেজুরবৃত্তির রাজনীতি
ধর্মীয় ফ্যাসিবাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তি
গণতন্ত্রের মুখোশ এবং লুটেরাদের রাজনীতি
সিপিবির রাজনীতি এবং লেজুড়বাদ
ভোটারবিহীন নির্বাচন ও নির্বাচনী রাজনীতি
নভেম্বর আন্দোলনের শিক্ষা এবং আমাদের করণীয়
বর্তমান পত্রপত্রিকা : শৃঙ্খলিত প্রচারমাধ্যম
জামাত কি শুধুই স্বাধীনতার বিপক্ষ শক্তি ?
হরিপুরের তেল : বাংলাদেশের শাহ-সুহার্তো-মার্কোস
দ্বিতীয় পর্ব : ১৯৯১-১৯৯৯
এরশাদ সরকারের পতন, জনগণের অধিকার ও ক্ষমতা এবং নতুন সম্ভাবনা
বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রসঙ্গে
অনেক বিচার জমে আছে
পার্বত্য অঞ্চলের জনগণ কি বাংলাদেশের নাগরিক ?
পার্বত্য জনগণ কি বাংলাদেশের নাগরিক ?-২
মুক্তবাজার অর্থনীতি দর্শন এবং বাংলাদেশ
আরেকটি ‘ইনডেমনিটি বিল’ : ঘাতক-দালালদের ‘সাধারণ ক্ষমা’ প্রত্যাহার করতে হবে
অনেক কিছু আছে, কিন্তু আসলটাই নেই
২৬ মার্চের গণআদালতে দলে দলে যোগ দিন
বামঐক্যের পথে বাধা
শ্রমিক-আন্দোলন ও শিল্পায়ন
শেখ মুজিব, ইনডেমনিটি আইন ও আওয়ামী লীগ
ভোটাধিকার, শৃঙ্খলিত নির্বাচন ও জনগণের ক্ষমতা
ইয়াসমিন, মর্জিনা এবং প্রতিরোধের আরেক অধ্যায়
শাসকশ্রেণীর ঐক্য ও বিরোধ
আনসার বাহিনীর বিদ্রোহ দমন : বলপ্রযোগকারী সংস্থার ভেতরে শ্রেণীযুদ্ধ ?
নির্যাতন, নৈরাজ্য, অনিশ্চয়তা : সামনে কী?
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং জনগণের অস্থায়ী সরকারের তফাত কোথায় ?
নির্বাচন ও ‘জাতীয় ঐকমত্য’ প্রসঙ্গে
বিশেষ ক্ষমতা আইন : পূর্বসূরীদের প্রতি হাসিনার সংহতি
যুদ্ধাপরাধীদের মতাদর্শ এবং বিচারের ইস্যু
ক্ষমতার সন্ত্রাস, তরুণেরা ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের প্রশ্ন
পার্বত্য চট্টগ্রামের ‘শান্তিচুক্তি’ এবং বাঙালী-পাহাড়ী ঐক্যবদ্ধ লড়াই-এর প্রশ্ন
সরকারের রক্তচক্ষু, সংবাদপত্রের সক্রিয়তা বা নির্লিপ্ততা এবং বিদ্বৎসমাজ
তেল-গ্যাসের লুন্ঠন, পারমানবিক হুঙ্কার ও সামরিকীকরণের আটঘাট আয়োজন
ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণের ‘সিভিল’ প্রস্তাব
পুলিশি (আইনি+বেআইনি) হত্যাকান্ড : রাষ্ট্রীয় সন্ত্রাসের একটি চেহারা
বন্যার বিপর্যয় ও শকুনের রাজনীতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী আন্দোলন : ছাত্রছাত্রীদের রাজনৈতিক ভূমিকায় নতুন মাত্রা
এনজিওতে কর্মী বিদ্রোহ এবং প্রজেক্ট সংস্কৃতি
গাছ নিয়ে কুটতর্ক এবং জনগণের সম্পত্তির প্রশ্ন
বস্তি উচ্ছেদ এবং দুবৃত্তের অট্টহাসি
উচ্ছেদ আর দখল ছাড়া রাষ্ট্র পরিচালকদের আর কি কাজ আছে ?
বিশ্বব্যাংক ও বাংলাদেশের সমাজপ্রভুরা