কলম্বাসের আমেরিকা “আবিষ্কার” বস্তুতঃ এই দুই মহাদেশের সভ্যতা ধ্বংস, গণহত্যা, ইউরোপীয়দের বর্বর দখল প্রক্রিয়ার আরেক নাম। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানতঃ সেই দখলদার ইউরোপীয়দেরই উত্তরসূরী। বর্তমান যুক্তরাষ্ট্র স্বাধীন অস্তিত্ব নিয়ে আলাদা রাষ্ট্রের রূপ নেয় ১৭৭৬ সালে। তার পর এই যুক্তরাষ্ট্র ক্রমে শক্তিশালী হয়ে পুরো পুঁজিবাদী বিশ্বের নেতৃত্বে আসীন হয়েছে। এই “আমেরিকা” আমেরিকা নয়, ইউরোপের সম্প্রসারণ।
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯৯৫
প্রকাশকঃ জাতীয় গ্রন্থ প্রকাশন, ঢাকা
সূচিপত্রঃ
মার্কিনীরা কোন জাতি?
কলম্বাসের আমেরিকা আবিষ্কার এবং বর্ষ ৫০১
ক্যাসিনো সোসাইটি এবং দেড় কোটি দরিদ্র শিশুর জমি
শিক্ষা স্বাস্থ্য মিডিয়া: বিতর্ক এবং নিয়ন্ত্রণ
ম্যাডোনা এবং এঞ্জেলা ডেভিস: মার্কিন নারীর প্রতিনিধি কে?
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বীপগুলি
কিছু ঘটনা, কতিপয় মানুষ
মার্কিন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নিয়ে কথা
জগদীশ ভগবতী, পল সুইজী ও আনোয়ার শেখ এর সঙ্গে আলোচনা
যুক্তরাষ্ট্রের বিপ্লবী বন্ধুরা